আমার কোন ধর্ম নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমার কোন ধর্ম নেই
আমি মুসলিম নই
আমি শিখ নই
আমি হিন্দু নই
আমি খ্রিষ্টান নই
আমি বৌদ্ধ নই
আমি জৈন নই।

আমি আস্তিক নই
আমি নাস্তিক হই,
আমি মানুষ হয়ে
ধর্মের বিরুদ্ধ লড়বোই।
আমি মানুষ হই
তাই আমি মানবতা,সাম্যের কথা কই.....।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২৫-০৫-২০২০ ০৩:৫০ মিঃ

দেশের প্রত্যন্ত এলাকার পাগলাগারদ থেকে আমদানিকৃত এসব পাগল কোত্থেকে যে বাংলার কবিতায় আসে বুঝিনা

২০-১২-২০১৯ ২৩:৩৬ মিঃ

তোমাকে গালি দিলে গালিকেও অসম্মান করা হবে

২০-১২-২০১৯ ২১:৫১ মিঃ

সত্যি!