উপশম আমরা জানব কি ভাবে, যখন হত্যা শিখেছি
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
কবিতার মতো উম্মাদনা ছেড়ে উলঙ্গ হয়ে দোউড়াচ্ছিল
আমার বাড়ির কাছেই ভুবনের পাহাড়, কবিদের কূলখানি হচ্ছে শোনে
তাদের শানিত জ্বিহবা দিয়ে কুরকুরি ভাজা হচ্ছে লিথিয়াম পারদে
বিষাক্ত না কি ছিল তাদের বিশ্বাস আর হৃদয় নামক বস্তু পিণ্ড
জ্বর, হুপিংকাশ, আমাশয় , ইত্যাদি ব্যারাম নিয়ে আন্ডকোষে
প্রিয় মতলব আলীদের উঠানে তাঁরা ডাক্তারি করতে আসে না কি বারবার?
কবি নামক মতি পাগলারা ভাতের বদলা গোলাপ নামক এক বিষ বৃক্ষ
সেখানে অনন্ত বিশাল এক ফুলঝরি মেলার বেলুন ধরাতে চায়
আর আমি টেরপাই ভুবনের পাহাড়ে পাগলারা একটা কিছু করে বসবেই
বাদশাহ ফায়সাল ইবনে সৌদের মহাত্মে বিটুমিনের জাহাজ আসে
মনোবন্দরে, কবির মাগী আর পরদানশীন এক মোহতারেমার যুদ্ধ চলে
কবি-বেশ্যা পরাজিত হয়, বকুল পরাজিত হয় যাক্কুম কাঁটার কাছে।
তখন ভুবন বেশ্যা কবির এবডোমিনে পোলাওয়ের চাউল ঢুকানো হয়
নিমন্ত্রিত তেল শাহাজাদারা অন্ত্রে পুড়া পোলাও খেয়ে বলেন শুক্রিয়া।
যে লোকগুলো কে ভুবনের পাহাড়ে চোখ বেধে মশাল দিয়ে পাঠানো হল
এবং খন্দক খোদে রাখা হল বিশাল বিশাল কয়লার লাল আংরা
কোন টা’র নাম প্রেম আবার কোনো কোনো টা’র নাম মানুষ সত্য
এরা বেভুল দেব শিশুর মতো আলো দিয়ে আংরার বিশোধনে লেগে যায়।
তেড়ে আসে বনের পিতলের বাড়ল, ব্রঞ্জের বাউটলা, লোহার বাদুড়
ভুবনের পাহাড়ে তাদের কথাই শেষ কথা, উম্মাদ শিশুদের কোপ্তা সুস্বাদু
তাই এক দিকে চলে মসাল আবিস্কার অন্য দিকে অহিংসা পরম ধর্ম
এক দিকে মানুষের রক্তে ‘ইসারাইল’ অন্য দিকে লুম্বিনির মৃদুল বাতাস।
মহা উন্মাদনার মধ্য কবিদের দেয়া হল আঙুরের বাগান আর গান
খাসি মোটা তাজা করনের জন্য আমারা যেমন দিয়ে থাকি ছুলা, গুড়
বদমায়েশ শিশু গুলো মদ চুলাইয়ের মন্ত্র আবিস্কার করে ‘তাজ্জুব’ বানায়
ওদের পান করা দেখে ভড়কে যায় ভুবনের পাহাড়ের ইট সিমেন্ট রড়
আশ্চর্য মাটির মতো গান্ধা বিস্টা থেকে এরা সিংগা দিয়ে মধু তোলে আনে।
এরা একসময় ইলেক্ট্রন প্রোটন নিউটন ইত্যাদির সুজি সেমাই হালুয়া বানায়
তখন মহাস্তান গড়ের কসাই দের চাপাতি বুটি খুর দিয়ে এদের হত্যা করা হয়।
বেগম সাহেবরা বেশ্যাদের কে আজীবন যেমন সতিন ভেবে মাংস খেয়েছেন
রাষ্ট্র ক্ষমতা দেবযোনীর হাড় গুলো গোগ্রাসে গিলতে থাকে, একে একে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।