এস
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

০১।
যদি পারো ছুঁয়ে দখে আমার আঙ্গুল
পুরুষ পতিতা হবো- মুল্যে ভাসাবো গাঙকুল
রাংজিয়লে রেখে নাচাব তোমার ভিঙ্গুল
বিলি কেটে অরন্যে যাব ঠোঁটাগ্রে পরে থাকো দুল।

ছুঁয়ে দেখ কামাইখ্যায় জ্বালাবো আগুন
পরুষ পতিতা হবো ধোয়েমুছে সব মনগড়া ধুন
প্রতিটা রুমের ফাঁকে খেলাব ফাগুন
মহাদেবের রক্ত ছিটাব মুখে বুকে খেয় সেই নুন।

০২।
কই যাবে, এস, শীতল পাটিতে শোবে
যমুনার ধারে, ওখানে বেধেছে হাসন বাতান
নাচে গানে বেহুস হবে পিয়ারির খোবে
শরাবি হে, পথের ভিখারি হবে ভুলিয়া দেওয়ান।

প্রেম তো ঈশ্বর রমণীর মতো, আজব ছিনাল
উরু দিখেয়ে করে ব্রম্মনদ পার
এই ভুল বুঝাবোঝি চলবে বন্ধু, অনন্ত কাল
ঘন কৃষ্ণ কুন্তলের মতো রহস্য অপার।

বসে আছি কবিরাজ হাতে শুধু কামাখ্যার জড়
ভাঙ্গা হাড়ি জোড়া দেব , রখিয় খবর
আমি তো নারীর পরান নারীতেই বাধা মোর মূল
আমার সব কিছু নারী খেকো ,নুখ থেকে চুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।