শেষ অনুরোধ
- এস আই তানভী
.
আপনি সর্বোত্তম, আপনিই সাধু
আপনি চতুর, আপনিই পটু।
তবে আপনি গুরু আমি শিষ্য,
আর আপনি গাছ, আমি শস্য।
হতে পারেন আপনি পন্ডিত, আমি মূর্খ;
তবে আপনি অবরুদ্ধ, আমি উন্মুক্ত।
আপনি পূণ্যে ভরপুর, আমি অপরাধী
মূল কথা আপনার পরে আমি পাপী।
আপনি অভিজ্ঞ; পারেন নিজের দোষ ঢাকতে
অন্যের কানাঘুষায় মশগুল থাকতে,
এবার ভাবুন করলেন কত পাপ!
ডাকলে মহাজন' কি দিবেন জবাব?
আপনার কাছে আরও অনেক গুণ
চোখ-মুখ সর্বদা হিংসানলের উনুন।
নিজে জ্বলেন না, অন্যকে জ্বালান,
তবে সময় নিভু নিভু এবার পালান।
সারাটা জীবন করে গেলেন শুধু হিটলারি–
আফসোস! থেকে গেলন সেই আনারি,
নিজ পাপের সাক্ষী রেখে গেছেন অনেক,
চোখ বন্ধ করে ভাবেন শুধু ক্ষণেক।
আছে সময় ফিরে আসেন—
সহি সৎ পথে,
নাহলে অকালে পড়বে ভাটা
জীবনের জয়রথে।
------------------------
৩০/০১/২০১৩ইং
বসুন্দিয়া মোড়, যশোর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০২-০২-২০২০ ১৮:১৪ মিঃ
শেষ অনুরোধ
≈≈≈≈≈≈≈≈≈
আপনি সর্বোত্তম, আপনিই সাধু
আপনি চতুর, আপনিই পটু।
তবে আপনি গুরু আমি শিষ্য,
আর আপনি গাছ, আমি শস্য।
হতে পারেন আপনি পন্ডিত, আমি মূর্খ;
তবে আপনি অবরুদ্ধ, আমি উন্মুক্ত।
আপনি পূণ্যে ভরপুর, আমি অপরাধী
মূল কথা আপনার পরে আমি পাপী।
আপনি অভিজ্ঞ; পারেন নিজের দোষ ঢাকতে
অন্যের কানাঘুষায় মশগুল থাকতে,
এবার ভাবুন করলেন কত পাপ!
ডাকলে মহাজন' কি দিবেন জবাব?
আপনার কাছে আরও অনেক গুণ
চোখ-মুখ সর্বদা হিংসানলের উনুন।
নিজে জ্বলেন না, অন্যকে জ্বালান,
তবে সময় নিভু নিভু এবার পালান।
সারাটা জীবন করে গেলেন শুধু হিটলারি–
আফসোস! থেকে গেলন সেই আনারি,
নিজ পাপের সাক্ষী রেখে গেছেন অনেক,
চোখ বন্ধ করে ভাবেন শুধু ক্ষণেক।
আছে সময় ফিরে আসেন—
সহি সৎ পথে,
নাহলে অকালে পড়বে ভাটা
জীবনের জয়রথে।
------------------------
৩০/০১/২০১৩ইং
বসুন্দিয়া মোড়, যশোর।
- এস আই তানভী ✍
(বা.ক, নিজস্ব গোপন সঙ্কেত)

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।