প্রেমের আরেক রুপ
- সুজন শর্মা - প্রেম
কে বলে প্রেম সহজ বিশাল,
চাইলেই পাওয়া যায়,
আমি তো দেখি দূর্লভ বড় দুঃস্বাধ্য বিষয়।
প্রতিটা বিকেল নিঃস্ব করে তার প্রতিক্ষায় দারিয়ে থাকা,
প্রতিটা সকাল তার দেখাতে রাজ পথে ঐ দৃষ্টি রাখা।
তার ভাবনাই সকাল বিকাল ফিরাই ভিষন কাজ অকাজে,
উস্কখামে লিখি যে চিঠি তার নামেরই ভাজে ভাজে।
এই চিঠিটা উড়িয়ে দেব একটা গভির জোসনা রাতে,
কিন্তু,
প্রেম নামের ঐ নাটাই টা যে প্রতারকদের হাতে!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।