আফসোস! -০১
- মাহমুদুল মান্নান তারিফ - হৃদয় বসন্ত হাওয়া

আমিতো এখনো-
মানুষ হতে পারিনি
মানুষের কষ্ট বুঝিনা তাই।
তাদের কষ্টে অনুতপ্ত নই
মানুষ আমি বিবেকহীন।

আমিতো এখনো-
দশের ছাওয়ালের মতো
তাদের অনেকেই বোঝে
আমার কি হলো!
হাকরে চেয়ে রই হায় হায়!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।