বুদ্ধির খেলায়
- রফিকুল ইসলাম রফিক
সময়ের যাদুকর বুদ্ধির খেলায়
স্রোতে ভাসিয়ে গা পার পেয়ে যায়
নিদারুণ খেলে যায় চোখে দেয় ধোঁকা
পড়ে পড়ে মার খায় ধরা খায় বোকা।
অক্সিজেন জ্বালায় শুধু নিজে জ্বলে না
জ্ঞানপাপী বোঝে সব কথা বলে না
উত্তাল নদীর স্রোত মায়া বোঝে না
কেবল ডুবাতে জানে নিজে ডোবে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।