ধান্ধা আমার চরিত্র বদলাব
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
সূর্য হারিয়ে গেলে আকাশ থেকে
তিন ব্যাটারির টর্চ লাইট দিয়ে খুঁজে হয়রান, পুলিশ কিমিশনার,
গোয়াল থেক গরু হারিয় গেলে
আণবিক শক্তি কমিশন বসানো হয় গরুর লেজ সনাক্তকরণে।
ভাটিয়ালী ভাওয়াইয়া হারিয়ে যাওয়ার সময়
তেলের খালি ড্রাম দিয়ে বানানো হয় ঢোল,ডামাডোল করে জিনিপুকা
দুই ব্যান্ডের রেডিও তে উর্দু গানের কলি
পুরাণ ঢাকার অলিতে গলিতে আতর আর জর্দা পান চলে রাত ভর।
চীল মারীতে কোনোদিন বন্দর ছিল না
তুবও কল্পনা হাকায় গাড়ওয়ান, মাটির খেয়ে নদ নদীর অকাল মরণ
অবৈধ প্রেমের ফসল গলায় বাঁধা
কয়েকশো না হাজার যবুতি পাচার হয় মধ্যপ্রাচ্যে, শেখ দের সেবায়।
শাপলা চত্তের সিমেন্টের শাপলা ইয়া বড়
মতিঝিলে কয়েকশো বিল খননের কর্মসুচী হাতে গ্রামিন ব্যাংক ব্যাস্ত
তিলোত্তমা নগরে নৌকা বাইসের দোয়া হয়
আকাশের কান্না আর অভিশাপে থিক থিকে কাঁদায় রাজপথে দুড়া সাপ।
যশোর থেকে চরমপহ্নি ভাড়া করে ট্রাক চালক
ঢাকায় এলে ছুট পর্দার নায়িকার সাথে রাত কাটাবে, বিদেশি মদ সহ
বাংলা একাডেমীর ‘কাফকার’ উৎসবে ‘বাবার’ জিকীর।
মহিলা প্রধান মন্ত্রীর ‘নারীবাদ’ বোঝার জন্য মনসা মঙ্গলের সহায়তা লাভ।
হেরোইন খোর শাহজাদার রজানৈতিক আশ্রয় লাভ
মালদার মদুয়া দের দিয়ে জাতীয় গন জাগরনের স্বপ্নে জাতিয় সঙ্গীত পঠিত
বিরোধি নেত্রীর প্রধান উপদেষ্টা ওয়হাবী জননেতা
রেল লাইন ধরে দোউড়ের উপর আছেন ধর্ম গ্রহ্ন বগলে সাবেক রাষ্ট্রস্বামী।
নকল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে কাফন বিতরণ হচ্ছে
আসল মুক্তিযোদ্ধাদের মুকি ক্ষেতে নিড়ানীর জন্য ডেকেছেন মাননীয়া স্পীকার
প্রজন্ম একাত্তরের সভাপতি ঘোরে লন্ডনে লাখপতি হতে
যোদ্ধাপরাধীদের সাঁজা মোউকুবের জন্য ক্ষমতা সুপারিশ করছেন জনাতার কাছে।
এসময় প্রেমের কবি তুরুনীকে কাছে ডাকলে
মুখ ব্যাংছায় ছেড়াছেড়ির চ্যাংড়ি, বলে বেকুফ মাংস হীন ঝুল কতো খাবি
তাই ভাবছি আগামী স্থানীয় পরিষদে দাঁড়াবো
খেজুর আর ঘমের বিনিময়ে কাম কর্মসূচী চালাবো, ঝুল নয় আর, মাংস খাবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।