আমাদের ঘর
- মুহাম্মদ হেলাল উদ্দিন

ছড়া: আমাদের ঘর
ছড়াটির ইউটিউব লিঙ্ক:
https://youtu.be/XNmNmqOKaJ8

বাংলাদেশের একটি স্হানে মোদের প্রিয় ঘর
শুনতে পাই সেথায় নিতি আব্বু, আম্মুর স্বর।
দুই ভাই, দুই বোন মজা করি রোজ
সদা মোরা একত্রে খেতে বসি ভোজ।
আম্মুর রান্না করা কত মজার ভোজ
তৃপ্তি নিয়ে খাই মোরা ভাইয়ে, বোনে রোজ।

সন্ধ্যা হলে বসে পড়ি পড়ার টেবিলে
আম্মু নিজে পড়িয়ে দেন কোথাও আটকে গেলে।
বাহির থেকে আব্বু আসেন সাথে নিয়ে মজা
সবাই মিলে খেয়ে ফেলি থাকতে থাকতে তাজা।
ভাই - বোন পরস্পরকে কত ভালবাসি
আনন্দে আছি মোরা চোখে - মুখে হাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।