আমার বাসস্থানের হাটা চলা-৩
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
চারবার পুলিশ হাজতে পুরেছিল
প্রথমবার – মাতলামির জন্য
---তারপর - মাতলামির জন্য
------তারপর – মাতলামির জন্য
--------তারপর- মাতলামির জন্য
পঞ্চম বার অফিসার নরম হয়ে বললেন
কেনো এসব করছেন?
আমিও নরম হয়ে বলি-
- প্রথমবার মাতলামি করেছি কারণ আনারস খেয়ে দাঁতভেঙ্গে ছিল, মাড়িতে ছিল রক্ত।
- দ্বিতীয়বার মাতলামি করেছি কারণ মাটিতে হেটেছিলাম প্রথম, জলে ছিল জলাতঙ্ক।
- তৃতীয়বার মাতলামি করেছি কারণ পাঁচহাজার বছর পূর্বে অ্যারিয়ান মাহাকাব্য লেখিছি বলে।
- এবং চতুর্থবার মাতলামি করেছি কারণ একমাত্র সাদা মেয়েদের উরু দেখার জন্য পড়ে আছি।
- পঞ্চমবার পুলিশ ডাক্তারে টেথিস্কুপ নিয়ে আসে। তবে ডিপ্রেশান কি মানসিক বিষাদের নাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।