দলীয় দুধরাজ
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
কয়েকটা দুধরাজ সাপ লকলক করে বড় হলে
আমার শহরবাসি আগুনের জন্য কিয়ামত ডাকে
শেষ সুড়ঙ্গ দিয়ে দেখতে পায় নিজেদের নাড়ী এখনো নড়েছ
তারা একজুট হয়ে খানাতল্লাশি চালায় সাপদের নিরেট প্রাসাদে।
সাপগুলোর বিবরণ বড় চমৎকার, ভিজিটে লন্ডনে আসে
আম্যেরিকা যায়,কাঁচা পাকা দাড়ি মুখে,ধর্ম নিরপেক্ষ পাঞ্জাবি পরে।
বয়সের চাইতে দাঁড়ি মোটা তাজা করার বনাজী গিলে।
এদের প্রাসাদে জনতার দুধেলা গাভী কপিলা হয় পলিমার রসায়নে
এদের কে দূররা দেওয়ার জন্য দলের ভিতরে বাহিরে গৃহযোদ্ধ হোক।
দুধরাজ কেবল আকাশ দেখে কেন? বিংরাজ এখনো আসেনি।আসবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।