উদ্ধাত্ত আহ্বান
- শাওন সারথি

এসো এসো সখা আজিকে
করিব তোমায় আমিতে সৃজন।
অন্তরের মগ্নতায় যাচিত করিয়া
আপন সাধু ভজন।
আজিকে তোমায় মুক্ত করিব সখা
মোর নিঝুম নিকুঞ্জ বনে,
শ্রাবণের জল হইয়া ভিজাইয়া দিবে যাহা
পরিচিত জনে জনে।
এসো এসো সখা আজিকে
তোমায় করিবনা কোন হৃদয় ভরসনা,
পূজারিণী তোমায় করিব কেবল
হৃদয় পূজা অর্চনা।...............(সংক্ষেপিত)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।