মুনাজাত
- হোসাইন মুহম্মদ কবির

বাতাসে শুনো ঐ,তোমার নামের ধ্বনি,
চারপাশে উল্লাস,পেয়েছি
শবে বরাত,
মুগ্ধতায় শুনি,রাসুলের যত বাণী।
মসজিদে,নিজ ঘরেঘরে
আজ ইবাদত।

মহামারী হতে,রক্ষা করো প্রভু,
গুনাগার তবু,কবুল করো মুনাজাত,
অতর্কিত নির্মম মৃত্যু,দিওনা কভু।
সুপথ প্রদর্শন করো,দাও তুমি নাজাত।

৯/৪/২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৪-২০২০ ১৩:০৯ মিঃ

নান্দনিক উপস্থাপন