স্বপ্ন-২
- মুহাম্মাদ শরিফ হোসাইন - যমজ

ভাইয়্যা/আপুমণি,
আমি বড্ড বেশি দেরি করে,
‘বাংলার কবিতা’র গৃহীত উদ্যেগ;
কাব্যগ্রন্থ প্রকাশের বিজ্ঞপ্তি পাই,দেখতে।

সেও আবার, মুনিরা বাকী আপির-
ফেসবুক শেয়ার-এর বদৌলতে।


পরে,হতভম্ব হয়ে
সে পেজেই ঠুকলাম বার্তা।

কোন ক্ষেত্র বিশেষে
শিথিলতার কোন বিধান থাকলে,
অনুগ্রহপূর্বক অপরাধ সব ক্ষমা সুন্ধর দৃষ্টিতে দেখে
প্রকাশের ব্যাবস্থা হলে,
অঙ্গীকার করছি;
‘বাংলার কবিতা’-পরিবারের কাছে
আমৃত কৃতজ্ঞ থাকবো।

_ মুহাম্মাদ শরিফ হোসাইন, ৩ ভাদ্র ১৪২১।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।