না বিদ্রুপে না বিলাসে
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
না বিদ্রুপে না বিলাপে
-------------------------
জলেতে বাঘ
বাঘের মনে
জলাতঙ্ক
সন্ন্যাস।
মাছরাঙা
ঝিম কানা
মাতাল
হাওয়া
মৃদু
মন্দ।
মাছেরা দুর্দান্ত
আকাশে ডানা
মাটিতে
চিল।
দৃশ্য বদল
ডি আই ভি
পুলিশ
সাহিত্য সম্পাদক
ঘোষের টাকা
কবিতার পকেট
ছন্দে ছন্দে
জীবন।
বেশ্যা বাড়ির শির্নি
উলসের কামড়
নেতার চোখ
আদম সোমারি
আগ্নেয়াস্র
ভোটের বাক্স
গনতন্ত্র
অশ্রু।
মলাটের ভিতর
কাব্যের ক্যাচাল
উদিয়মান
নবাব
নতুন কবি
পাঞ্জাবী
ফতুয়া
সেন্ডেল
ঝুলা
প্রেম পত্র।
ফেইসবুক।
স্মার্ট ফোন।
চেতনা
দপ্তরে
কামিনীর
কামনা
স্বপ্নের
কাঞ্চন।
রাজনীতি
উপাদেয়
সমাজ
ভঙ্গুর
আয়ানায়
কালো মুখ
পরাজিত নেউল
শাপের উৎসব
উভয় লিঙ্গ
সমান মৃত্যু।
কবিতা লিখছি
ঘাসফুল
বাঁশফুল
কানে দোল
মতি পাগলা
কদম রসুল
সাহিত্য
সঙ্গীত
একাডেমী
পুরষ্কার।
দেশ ও রাষ্ট্র
আপন ভাণ্ডে
দুধের কলসি
উপচে পড়ল
নটের বৃক্ষ
নোটের
কারবার
রাজার
দরবার
মোসাহেব
মন্ত্রী
পরিবার
তন্ত্রে
জয় বাবা
জগদীশ।
হাটছি
খেলছি
নিজ মনে
সুকুমার
রচনা
বলছি
রা নেই
শব্দে
শব দেহ
চলছে
জনতার
আণ্ডা
বাগডাশে
গিলছে।
ধর্মের সান্ডা
দূরবীনে
দেখছে
বাদশাহি
আসছে
লু হাওয়া
বইছে
বউ কথা
পাখিটা
উট কথা
কইছে।
সত্য না মিথ্যা
সংবাদ
পত্র
তথ্যের সন্ত্রাসী
হাতে
জলসত্র
বিলি করে
মালামাল
কোকিলের কন্ঠে
গান গায়
গান ধরে
স্বাধীনতা হীনতায়
সব মরে
শুধু বাঁচে
সম্বাদ পত্র।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।