মায়া পরি
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - প্রেম কাব্য

২১/০৯/২০১৬
সন্ধা ০৭:৩২

কপলের লাল চন্দ্র
কেবলি মায়ার জোচনা ছরায়,
এহেম মায়াবি জোচনায়_
মোর এ বক্ষে শিহরন জাগায়।

তুমি কোন বা চন্দ্রলোকের রাজকন্যা??
আখি ভরেনা কবু দেখি,
গগনপুরের রংধনু রঙে_
তোমারো ছবি আকি।

তোমারো চাহনি বড়ই লাজুক
গোলাপ পাপরি যেনো সে চোখেরো পাতা,
কে গো তুমি নন্দিনি?
তোমারো কেশ যেনো লাজুক লতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।