কাব্য অঞ্জলি
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - অযাচিত

02/06/2016
12:05am

মায়াবতি তুমি কি বুঝিতে পারো?
হূদয় কুঠিরে তোমারি আল্পনা আকিয়াছি,
তোমারি কল্পনা আখিডোরে ধরিয়াছি।

কাজলো মাখিয়াছো তব হেরি নয়নে
বারেবার বিষাদে বক্ষ ককিয়া উঠিছে,
আজি বুঝিতে পারিয়াছি_
তোমারি মাধুরি মোর এ হূদয় তটে আসন করিছে।

তোমার পদক্ষেপে এ কোন মায়া?
মাধুর্য্য ছরায়ে কাননো পুষ্প তোমারে করিছে আপন,
শুনিতে পেয়েছি বাতাসেরো মুখে তোমারি নামে বচন_
তুমি বুঝোনি কবু মেঘেরা কি বলিতে চায়?আমি যে তোমারি আপন।

তোমারি গায়ের সুগন্ধি মোরে করিছে দিশেহারা
এ যেনো প্রেমময় গিতালি,
বারেবার বক্ষ পাজরে শিউরিয়া ওঠে_
তুমিও কি বাসিবে ভালো?তোমারি তরে এ কাব্য অঞ্জলি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।