শেষ বেলা
- শামছুজ্জামান রাজু - শামছুজ্জামান রাজু

গোধূলির শেষ বেলায় আমায় করলে অবহেলা চলে গেলে তুমি তোমার নতুন পথের খোঁজে আমার পৃথিবীটাকে আঁধার করে পারবে কি তুমি সুখি হতে আমাকে কষ্ট দিয়ে তোমার মনের গহীনে ছিল আমার আবাস সে মনে ঘরে এখন অন্য কেউ করে বসবাস দঃখ দিয়েছো তুমি আমি দঃখ অনুভব করিনি শত কষ্টের মাঝেও প্রার্থনা করি আমি যেন প্রিয়তমা সুখে থাকো তুমি ★★★ আরটি★★★ প্রেজেন্টস


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০৫-২০২০ ১৩:০৪ মিঃ

মননশীল অভিব্যক্তি । পড়ে অভিভূত হলাম