রমণীদের রূপের পরিবর্তন
- বিচিত্র কুমার ২৪-০৪-২০২৪

সুদূর থেকে তোমাকে যতবার দেখি
ততোবেশি ইচ্ছে করে ভালোবাসি,
সবুজ পাতার অসংখ্য ভিড়ে লুকানো
তোমার মুখশ্রীর একঝলক হাসি।

তখন রকমারি প্রজাপতি ফুরফুর করে উড়ে
এলোমেলো স্বপ্নে স্বপ্নপূরীর দেশে,
যেখানে ফুল ফুটে পাখি গায় কোকিল ডাক
তরুণ তরুণীরা প্রেমের পরসা সাজায় হেসে।

রূপালী ইলিশের মতো তোমার রুপ
সুদূর থেকে দেখতে লাগে বেশ,
আমি যেইনা কাছে যাই
সেইনা হয় অনুভূতির পরিশেষ।

একমুহূর্তের মধ্যে মনে হয়
সূর্যদয় থেকে সূর্যঅস্ত,
রৌদ্রো আর বৃষ্টির লুকোচুরি খেলায়
তুমি কত ব্যস্ত।

দুপচাঁচিয়া,বগুড়া
১৭ জুন,২০২০ই

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৭-০৬-২০২০ ১৩:২২ মিঃ

চমৎকার উপস্থাপন