কই কথা রাখলে যশোহর কন্যা?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কথা ছিলো ফোন বন্ধ থাকবে না
কথা ছিলো নাম্বার চেঞ্জ হবে না।
বহুদিন হলো তোমার কথা শুনি না
বহুদিন হলো তোমার অট্টহাসি কানে বাজে না।

কেমন আছো কবিতা
কেমন আছো হে যশোহর কন্যা।
কথা ছিল আমার দেওয়া গোলাপ শুকিয়ে গেলে সংরক্ষণ করে রাখবে।

কই কথা রাখলে যশোহর কন্যা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।