ওসব ভালবাসা টালোবাসা আর ভালো লাগে না
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ওসব ভালবাসা টালোবাসা আর ভালো লাগে না
যে ভালবাসা যোনি খোঁজে
যে ভালবাসা লিঙ্গ খোঁজে
এসব ভালবাসা টালোবাসা আর ভালো লাগে না।
মনের ভালবাসা পেলাম না
মনের ভালবাসার আশে
কত যে রমণীর পিছে ঘুরলাম
শালা আমি কবি কোন রমণীর
মনের ভালবাসা পেলাম না।
কিছু রমণী ভালবাসা পেতে চায়
লিঙ্গের হানা খেতে চায়
তবে মনের ভালবাসা দিবে না।
তাই ওসব ভালোবাসা -টালোবাসা
আর ভালো লাগে না।
মনের ভালবাসা খুঁজে কোথায় বলো পাই
যে মনের ভালবাসা আজীবন দিবে আমারে ঠাঁই
সেই মনের ভালবাসা চাই!
তবে ওসব ভালোবাসা - টালোবাসা চাই না
যে ভালবাসা যৌনতায় মোড়া থাকে...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।