শান্তির মা মইরা গেছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
শান্তির মা মইরা গেছে
শান্তি যে কই?
শান্তি কে খুঁজে চলছি
শান্তির জন্য হইচই।
শান্তি ছাড়া
জীবন হয়েছে অচল,
একমাত্র শান্তি
জীবন কে করতে পারে সচল।
সারাদেশে খুঁজি
পাই না শান্তির দেখা,
শান্তি'র এখন ক্লান্তি
শান্তি'র পথ বাঁকা....
শান্তি শান্তি কই তুই
আয় দেশে ফিরে,
তোর জন্য দেশে এখন
অশান্তির কেতন উড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।