সর্বহারা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

জানি না কেমন আছো হে আমার আলেকজান
তোমার জন্য মন নিত্য করে আনচান,
আমি ভালো নেই তোমাকে ছাড়া
তুমি বিনে মনে হয় আমি সর্বহারা।

তুমি তো ভুলে গেছো আমায়
আগের মতো দাও না আর সময়,
কতবার দিলাম তোমার নাম্বারে কল
তুমি বেচে নিলে মিথ্যা আর ছল।

যত্তবার তোমার নাম্বারে ফোন দেই
ততবার বলে ব্যস্ত,
তুমি তো ভালো আছো
কষ্ট গুলো আমার কাছে করে ন্যাস্ত।

কত যে কাহিনী! কত স্মৃতি! কত হাসি!
সব আজ স্মৃতির পাতায় হয়ে আছে বাসি,
তুমি আমায় ভুলে মহা আনন্দে করছো বাস
আর আমার মনে কষ্টরা করছে রাজ....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।