খোদা তাআ'লা সব কিছু
- ফাইয়াজ ইসলাম ফাহিম
খোদা তাআ'লা সব কিছু
খোদাকে করো স্মরণ,
খোদা তাআ'লা পাশে থাকলে
সকল বিপদ হবে হরণ।
খোদা তাআ'লা
পাপী - তাপী সবাই কে
করতে পারে ক্ষমা
যদি তুমি ভুল গুলো তার কাছে করো জমা।
খোদা তাআ'লা
সব বান্দার চায় ভালো,
অভিমান করে না থেকে
দু'হাত তুলে খোদা কে বলো।
খোদা তাআ'লা কে
যেও না ভূলে
খোদা তাআ'লা কে জপো
খোদা তাআ'লা যে শান্তির মূলে...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।