সৎ মানুষ নেই দেশে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সৎ মানুষ নেই দেশে
সৎ মানুষের অভাব
সৎ মানুষ ছাড়া চেঞ্জ হবে না
এই দেশের স্বভাব।

সৎ মানুষ গুলো
পাচ্ছে না কোন দাম,
সৎ মানুষ আস্তাকুঁড়ে
নেই তাদের কোন ডাক - নাম।

মন্ত্রী, এমপি,সচিব- টসিব
এ সব জায়গায় অসৎ মানুষ করছে বাস,
কোন কাজ সঠিক হচ্ছে না
অসৎ মানুষরাই করছে রাজ।

সৎ মানুষ গুলো ছোঁয়া
পেলে দেশের হতো উন্নতি,
লাঘব হতো দেশের
যত আছে দূর্গতি।

সৎ মানুষ গুলো হারিয়ে যাচ্ছে
অসৎ মানুষের ভিড়ে,
অসৎ মানুষ দেশ লুঠে
চলে যাচ্ছে দেশ থেকে বহুদূরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।