বিপদে পড়লে থাকে না কেউ
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৬-০৪-২০২৪

বিপদে পড়লে
থাকে না কেউ
যার থেকে সাহায্য চাইবে
সে কুকুরের মতো করে ঘেউ ঘেউ।


বিপদে পড়লে
কেউ থাকে না পাশে
তারা শুধু তামাশা দেখে
আর ফিকফিকিয়ে হাসে।

বিপদে পড়লে
বন্ধু যায় চেনা
কে আপন কে পর
কে কয়লা কে সোনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।