হ্যালো, ইস্টিলের প্রেমিকা কেমন আছ।
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

--------------------------------------------------

০১।
আদি পাপের ভোগ দৃশ্যে অভিনিয় করতে শিখেনে হে বালক বালিকা
এক আধুনিক উত্তর সমাজ ঢেউ দিছে তোমাদের কোমরের ছায়ায়।
গর্ভ ঋণ অচল এখন ‘সরোগেইট ম্যাদার’ বাচ্চা বিয়ুবে। প্রেমিকারা থাক নির্ভাজ।
শিশুরা ক্রিড়া সামগ্রী- প্রেমের জাতক নয়। প্রেম তার ছায়া হারাচ্ছে প্রেতছায়া বনে।
ইস্টিলের নারী মোমের ছায়ায় দেখো চিনতে পারো কি না?

০২।
মায়া ও মমতা জীবন ভিক্ষা মাগে বিলাসিনী তোমার ম্যাপল গাছের কাঁটায়।
জানিনা কি হতো যদি আদি মাতামহী খুঁজ পেত বলাকা ব্লেডের শিল্পগুণ।
আজাকাল নাড়ী কর্তন পানি ভাত বলেই- মাতা ও প্রেমিকা এক জোট জন্মনিয়ন্ত্রনে।
ইস্টিলের পোশাকের ভিতরে অনুর্বরতা নাকশক ইঞ্জেকশান। ডাক্তার পুষ করে।

০৩।
শুনেছ কুরুক্ষেত্র আবার আসছে। খুব মজা হবে। মহাযুদ্ধ তো মাজার জিনিস।
আচ্ছা ধর যদি এবার পাঞ্চালী সুর্য নারায়নের দ্বারা গর্ভবতী না হয়।কি হবে?
তবে তার পুত্রদের পিতা কে হবে? আমি ভাবছি আর ভাবছি। কি হবে?
যোনী রাজ্য ফিরে আসছে। দশজন স্বামি নিয়ে সংসার করবে ইস্টিলের প্রেমিকা।

০৪।
মনে আছে হে ইস্টিলের প্রেমিকা-
মা তখন তালপাতার বেনারশি পরে বাবার বাসর ঘরে লাফ দিয়ে ঢুকতেন
কিচ্ছু বলার আগে ভদ্রমহিলা স্বামী দেবতার টোঁঠে রক্ত শিঙ্গা লাগিয়ে
আসমান জমিন কাঁপিয়ে গুংগাতে গুঙাতে প্রতি দ্বন্দ্বীকে দ্বন্ধের আহ্বান দিতেন।
আমার জন্ম হতো ধুলোর তোশকে। কেওয়া কাঁটা দিয়ে কাঁটা হতো নাড়ী।

০৫।
প্রিয় ইস্টিলের প্রেমিকা, যায় দিন ভালো বলেছেন মহাত্ম জন। জন্মের ছিল না ঠিক।
এরা খারপ ছিল খুব খারাপ। খোদ খোদাকে ভাগ করেছিল দুই ভাগে। এক ভাগে নারী।
আজ আমাদের প্রভুর মতো তোমারা এক অদ্বিতীয়। ইচ্ছাজলের জলফলের একক মালিক।

০৬।
আজকাল তোমাদের কি হয়েছে?
হাতে পস্ততরের হারিকেন ধারিয়ে দিয়ে ঝড়ে জংগলে ছেড়ে দাও
একটি বার ভুলেও ভাবনা না মানুষ গুলো অফিসের নামে কই যায়
কি খায়, কেন রাত বিরাতে বড়ি ফিরে চোখ লাল, মুখে গন্দ
এর চাইতে ভালো ছিল গভীর বনে গাই হরিনির পিছেন পাথরের 'কুড়া' , সালমনের পেছনে তর্পুন।
এর চাইতে ভালো ছিল নলখাগড়ার বনে পাগলির মতো কেহ। ইস্টিলের প্রেমিকা তুমি ঘুমাও।
তোমার পেটের ভিতর ভুক্ষাসি চিতার গর্জন। তুমি তাদের থামতে বললে পাথরে আগুন জ্বালি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।