সুন্দরী ছেমড়ি বলে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সুন্দরী ছেমড়ি বলে
করিস কত ঢঙ,
তোরে দেখলে ছেমড়ি
মনে লাগে রঙ।

জানি না ছেমড়ি তুই
কার হবি জান,
তোর ছবি দেখলেই
মন করে আন-চান।

তোরে পাওয়ার আশা
করি না আর
তোকে ভালবাসার বইতে
পারবো না ভার।

সুন্দরী ছেমড়ি তুই
পবিত্র তোর মন
জানি না কার মনে
করেছিস প্রেমের বীজ বপন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।