হাওয়া তোমায় ছুঁইতে ইচ্ছে করে খুব
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হাওয়া তোমায় ছুঁইতে ইচ্ছে করে খুব
তোমার যৌবন পুকুরে দিতে চাই ডুব
হাওয়া আমি মুগ্ধ দেখে তোমার রূপ
তোমাকে ভাবলেই চেতনা হয় লোলুপ।

হাওয়া তোমার কাছে নেই আমার কিছু চাওয়া
শুধু আবদার তোমার ভালবাসা পাওয়া।
হাওয়া তোমার কোকিল কণ্ঠস্বর
মস্তিষ্কে চাপায় প্রেম জীনের ভর।

হাওয়া তুমি কি ভাবো আমায় নিয়ে
নাকি কাউকে মন দিয়েছো বিলিয়ে,
হাওয়া তোমাকে ভাবলে লাগে সুখ
ঘুচে যায় মনের সকল যাতনা দুঃখ।

হাওয়া দেখবো তোমায় কবে
মনে আঁকা ছবির সঙ্গে তোমার কি মিল রবে?
নানান প্রশ্ন দিচ্ছে মনে দোলা
তোমায় দোখে হবো না তো মনভোলা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।