বিচ্ছিন্নতা আমার প্রেম।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

মাঝেমধ্যে দুষ্ট বিষণ্ণতা পেয়ে বসে
আর পেট টা কে হৃদয় করে বসি।

আলো আর আলুতে তফাৎ
বায়ু আরা বালুতে তফাৎ
মন আর মস্তিস্কের সংযোগ ফড়িং গুলী
নিষিদ্ধ সরবতের মতো মায়াময় লাগে।
আমি আলু বালু মস্তিষ্কের উপর ঠোঁট রাখি।

একসময় আমার মাযারের ইমেজ তৈরি হয়
পথচারীদের দৃষ্টিকে নান্দনিক করে তোলে।
তারা হাটে আর ভাবে-
আহারে! লোকটার মাথায় এতো বুদ্ধি ছিল
আলুকে চিনি করে তার রক্তর খাই মেটাত।
আহার! লোকটা নাগরিক বন্যতার প্রতিক ছিল
হাত টা তার পাকস্তলী পর্যন্ত পৌছাত।

অথবা------------------

আমার মন এখন আকাশের ময়লাহীন
কয়টা দুষ্ট মেঘ চোখের তালুতে নিদ্রায় হাটে
গৃহ কোনে বন্য বাতাসের দোলনী।

এসময়ে আমি অবাক বিস্ময়ে দেখি
একটা সবুজ গাছের মাথায় আমার শহর
এই শহরের ফুটপাথ আমার স্ত্রী
এই পুরো জনপদ একান্নবর্তী পরিবার
আমার প্রতিবেশি লেবুর ঘ্রাণ মেখে আমাকে খুঁজেছ।
তাদের মধ্যে স্বপ্ন রানিদের সংখ্যা দেখার মতো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।