নারীবাদী
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

শত্রু রানী, স্বাধীনতা নিতে চাও, দিলাম।
কাদে ভর রেখে উড়তে পারো
নতুবা কাদ সয়াসই ভর রেখে উড়।

উড়তে যেওনা আমার থাকে দুরে,সীমার উপরে
অম্লজানের স্থর ভেদ করে
ওখানে ধমবন্ধ বেলুনের হাঁটাচলা, মায়া মৃত্যু।

আমারও টাইয়ের গিটে শিল্প বিপ্লব, ফরাসি মুক্তি
তোমার গাগরা কেটে মিনি স্কাট-
শ্রমিক মহিলার ক্লান্তির নাম কি স্বাধীনতা তবে
না কি পুরুষের পকেট কাটা দস্যুনীর মুখে খই।

আমি প্রকৃতি
তুমি প্রকৃতির ভাষা
এ সম্পর্ক শিকল আসলে আমাদের মর্মুলে টাঁসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।