জয় শূন্য
- মুহাম্মাদ শরিফ হোসাইন
শর্টটি সত্যিই ভালো ছিলো,
আমার চোখে শুধু স্বপ্ন আজ সাদা-কালো।
প্রিয়ংবাদ আতাহার আলী'র,
অপ্রিয় ফিল্ডারের মতো শুধু
নির্ঘুমতার হতাশ ছোঁওয়া,
এ জীবন-মন বিষাদ করে শুধু-শুধু।
কেটে যাক,জড়তা আছে যতো-
হতে চাই প্রকৃত প্রাকৃতিক,চির উন্মুক্ত।
শুদ্ধ-গবেষক হবো ভুল আছে বলেইতো
অর্জনের গৌরব সে ,শূন্য'র পরেইতো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।