আজকের আয়ুর্বেদ
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
অ্যামিনো এসিড গেলে দিচ্ছে মুত্রতলীর পাথর
গলে যাওয়ার আগে সাড়াশি দিয়ে ধরে, জবহ কর।
মানুষ কে হত্যা করে ডাক্তারি শিখছ যখন
অহে ডাক্তার-
ইউরিয়া সার এবং পাণ্ডুর ঔষধ উভয় লিখে দাও
একটা ক্ষেতে দিয়ে খাবো আরেকটা খাবারের পরে।
হায়! স্বরবর্ন সর্বশ মগজের ঢেউ
বুদ্ধি তোমার কিডনির ভেতর থেকে খুলে পড়ছে জলে
রক্তের ছাকনি এখন মানুষের মতো কথা বলে............।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।