দুটি স্বাধীনতার কবিতা
- বিচিত্র কুমার ২০-০৪-২০২৪

(০১)
স্বাধীনতা
--বিচিত্র কুমার

যে শব্দের জন্য মানুষ বিদ্রোহ ঘোষণা করে
জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়ে,
বীরের বেশে অস্ত্র হাতে তুলে নেয়
জীবনকে ক্ষুদ্র ভেবে যুদ্ধ করার প্রস্তুতি নেয়।
সেই একমাত্র শব্দ হলো স্বাধীনতা।

পরাধীনতায় কে বাঁচতে চায়?
সবাই তো একটু সুখে থাকতে চায়,
একটু শান্তিতে থাকতে চায়
একটু নিজের মতো চলতে চায়।
স্বাধীনতা ঠিক সেই সুখ পাখি
যাকে পাবার জন্য পাগল এই পৃথিবী।

স্বাধীনতা তুমি
--বিচিত্র কুমার

স্বাধীনতা তুমি
কাজী নজরুলের বিদ্রোহী কবিতা,অগ্নিবীনার গান;
স্বাধীনতা তুমি
বঙ্গবন্ধুর শেখ মুজিবের সোনার বাংলা গড়ার আহবান।

স্বাধীনতা তুমি
সবুজ মাঠে বটের ছায়ায় রাখালিয়া বাঁশি;
স্বাধীনতা তুমি
সোনালী ক্ষেতে কৃষকের হাসি।

স্বাধীনতা তুমি
বাংলার,দামাল ছেলের প্রাণের অস্থিরতা;
স্বাধীনতা তুমি
আজো একাত্তরের স্মৃতিকথা।

স্বাধীনতা তুমি
কোটি কোটি মানুষের হৃদয়ের আলপনা,আলোকচিত্র;
স্বাধীনতা তুমি
বিশ্বের বুকে স্বর্ণে লেখা বাংলাদেশের মানচিত্র।

নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ 01739872753

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।