মূল্যহীন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমাকে দাম দিতে দিতে
নিজেই হয়েছি মূল্যহীন,
টাকা-পয়সা চাইনি কিছু
শুধু চেয়েছিলাম সুখ ঋণ।
নানান ঢঙের কথা বলে
মন আমার পোড়াও,
ভালবাসতে চাইলে
কুকুরের মতো তাড়াও।
ভালবাসবে না
কাছে আসবে না
নানান তোমার ছল,
তোমাকে ভালবেসে
মন করতে চাই না আর দূর্বল।
তোমার যা ইচ্ছে
যার তার সঙ্গে করো ঢঙ,
আমি তোমার হচ্ছি না কখনো
তুমি যে গিরগিটির মতো চেঞ্জ করো রঙ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।