বাস্তব
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

পদ্য আর বেরোয় না ক্ষুদ্র মাথা দিয়ে
ও তো রাজসুখীদের কাজ।
পেটেয় ক্ষিদের জ্বালা
সুখের সাধনায় ব্রতী নয়,
গদ্য তাই বেরোয় আপনায়।
আকাশের চাঁদ সূর্য তাও ভালো
পেট ভরা পোড়া বালি নুড়ি পাথর।

১৬ই জুন,২০২৩,দুপুর ৩টে, বারুইপুর


১৭-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।