অশ্লীল কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

অশ্লীল কবিতা
চটি কবিতা
নষ্ট কবিতা
বলে উপহাস করো না
হে জনগণ।

অশ্লীল না থাকলে
ভালো থাকে কি
তোমার মন?

প্রেম কি অশ্লীলতা নেই?
বিবাহে কি অশ্লীলতা নেই?
প্রেম ভালবাসা অশ্লীলতার মোড়ক
অশ্লীলতা প্রেম ভালবাসার মহাসড়ক।

অশ্লীল বলে গালি দেস না ভাই
অশ্লীল ছাড়া কোন মানুষ নাই,
কারো অশ্লীলতা থাকে টুপির খোপরে
কারো অশ্লীলতা লুকিয়ে বোরকা বা কাপড়ে।

তুমি আমি সবাই অশ্লীলতার কাস্টমার
অশ্লীলতা বাড়ায় ভালবাসার ধার,
মুখে যত বলি অশ্লীল করি ঘৃর্ণা
ততই বাঁচি না অশ্লীল বিনা।

অশ্লীল ছাড়া হয় না কোন আনন্দ
অশ্লীল ছাড়া ভালবাসায় দ্বন্দ্ব।
অশ্লীল সুখ-শান্তি'র বাপ
অশ্লীল ছাড়া মনে কি ছড়ায়
ভালবাসার তাপ?


06/07/2023


০৬-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।