বন্ধু আমার আশিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আসেক আলী থেকে
বন্ধু আমার হলো আশিক,
বন্ধুরা সব মজা করে
কখনো ডাকে মাসিক।

বন্ধু আমার আশিক
আমি ডাকি মামা করে,
মন খুব ভালো
তবে একটুতেই মন পোড়ে।

বন্ধু আমার আশিক
মেয়ে লোভী খুব,
যারে খুশি তারে সনে
প্রেমে দেয় ডুব।

বন্ধু আমার আশিক
কবে যে করে বিয়া,
মন তার সরকারি
ভালবেসে যারে-তারে দেয় দিয়া।


০৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।