বন্ধু আমার ইলিয়াস
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বন্ধু আমার ইলিয়াস
স্বভাব যেন বাঘ্র,
সিগারেট খুব খায়
আছে কি বেঁচে থাকার আগ্রহ?
বন্ধু আমার ইলিয়াস
জীবনের মানে বোঝে!
তাই ফুংফাং না করে
সঠিক পথ খোঁজে।
বন্ধু আমার ইলিয়াস
আছে সঠিক পথে,
কাজে বিশ্বাসী
তাই চড়েছে সুখ রথে।
বন্ধু আমার ইলিয়াস
মন খুব ভালো,
সকল অমানিশা দূর হোক
জীবনে আসুক আলো....
০৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।