তোমার কাছে শান্তি আছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার কাছে শান্তি আছে
তোমার শান্তি আমার চাই,
তোমার শান্তি পেলে
আমার ক্লান্তি হবে নাই।

তোমার শান্তি চাই চিরকাল
তোমার শান্তি পেলে ঘুচবে দুঃখ কাল,
তোমার শান্তি দিও আমায়
সতত ভালবাসবো তোমায়।

তোমার শান্তি আমার
বাড়াবে জীবন আয়ু,
তোমার শান্তি না পেলে
জীবন হারাবে প্রাণ বায়ু...


২৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।