নিখোঁজ মন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি জানি কস্মিনকালেও তোমার মনে
আমার জন্য আর ভালবাসা সৃষ্টি হবে না,
তোমার মন আমিত্ব,ঘৃর্ণায় ভরপুর
যতই ভালবাসতে চাই না কেন
ততই কুকুরের মতো করবে দূর দূর।
হ্যাঁ আমি আর তোমার মনে এন্ট্রি করবো না
পাগল হয়ে তোমার পিছে ছুটবো না।
তুমি মানুষ কে মানুষ বলে মূল্যায়ন করো না
নিজের আমিত্বে তোমার কদর।
আমায় মার্জনা করিও দেবী হাওয়া
আমার ভুল ছিল তোমায় চাওয়া,
তুমি ভালো থেক বিরক্ত করবো না আর হররোজ
তুমি জেনে নাও আমি আজ থেকে তোমার মন থেকে নিখোঁজ.....
২৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
২৮-০৭-২০২৩ ১২:০১ মিঃ
ছন্দময় বাক্যের চক্র, অনবদ্য লিখা। শুভ কামনা সবসময় প্রানপ্রিয় কবি। শ্রদ্ধা জানবেন।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।