ভালোই আছো
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ঘুম নেই চোখে রাত কাটে জেগে
তোমায় ভেবে-ভেবে ভোর হয় শেষে
চোখের ঘুম মিশে যায় থাকি জেগে ।
তুমিতো চাওনি জানতে কেমন আছি
'তুমিহীনা কতোটা সুখে বাঁচি' ।
আমাকে দেখে ভাবলে তুমি;
সুখেই কাটে দিবস যামি ।
তুমিতো আছো আনন্দে প্রেমের বুকে
শতো ফুলে সাজে বাসর মহা সুখে ।
তোমাকে দেখে ভাবনা আসে,
ভালোই আছো ভালোবাসায় মিশে ।

১৪,১০,২০০০ ইং


১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।