জোনাকী
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
জোনাক জ্বলে জোনাক জ্বলে রাত গভীরে ঐ,
মধুর লগন যাদুর মোহন রাতের পরী কই ?
ও জোনাকী থাকো তুমি আমার হৃদয় জুড়ে
যেও নাকো কখনো আর কোন দিনও ছেড়ে ।
ছোট্ট তুমি ক্ষুদ্র বলে দেয়না তো কেউ দাম
সব হৃদয়ে জাগাও তুমি ভালোবাসার নাম ।
রাতের আঁধার ভাল্লাগেনা তুমি থাকো না যখন
তোমার মিটিমিটি আলো দেখেই ভরে যে এই মন ।
ও জোনাকী শোনছো নাকি ? থেকো বারো মাস
তোমায় ছাড়া বাঁধন হারা জীবন সর্বনাশ ।
১৭ মে ১৯৯৮ ইং
# আমার লেখা জীবনের শুরুর প্রথম দিকের লেখা ।
১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।