কবি হওয়া সহজ নয়
- মোঃ মুসা ১৭-০৯-২০২৪

আমি নয় কবি কবিতা লিখছি বলে
কবি হয়ে গেছি ভাবেন কি করে?
কবি হতে গেলে স্বীকৃতি আদায় লাগে
কাকের চেয়েও কবি ঘরে ঘরে।

কবি হতে গেলে একুশে পদক লাগে
দেশের সনদ অর্জন করা লাগে,
বাংলা একাডেমি সনদ পাওয়া লাগে
ছন্দ রীতির জ্ঞান জানা লাগে।

কাব্য রীতির নিয়ম জানার জ্ঞনে
রসের হাড়ির রসে ভরপুরে,
খাই সাথে দাই আবেগ নামানো সুরে
হয়না কবিতা দেখো ভবঘুরে।

কবি হতে গেলে স্বরবত্তের রীতি
মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত জ্ঞানে
দক্ষ থাকতে হবে
কবি হওয়া কি এতই সহজ??

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।