নারী কে নরক মনে হয়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

নারী কে নরক মনে হয়
নারীতে পাচ্ছি না ভালবাসা খুঁজে,
যে নারী কে ভালবাসি
সে নাহি আমায় বোঝে।

নারী কে নরক মনে হয়
নারীতে পাচ্ছি না শান্তি,
যতই সুন্দরী নারী আসুক না কেন
সব নারীতে যেন অশান্তি।

নারী কে নরক মনে হয়
যে নারীতে মন পাগল সে নাই কাছে,
যদিও অনেক নারী
ভালবাসতে দিনমান যাচে।

নারী কে নরক মনে হয়
নারী মানেই যেন ভয়,
যে নারী কে ভালবেসে
আজ সব নারীর প্রতি লালসা ক্ষয়।

15/08/2023
8:51 pm


১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।