প্রেম-চার
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
বেদনারা রোজ ভিড় করে মনেরই আয়নায়,
সুখ পাখি যায় উড়ে ঘুরে কপালে সুখ সয়নায়।
অনুভবে সেই জেগে থেকে করে আঘাত মনে,
ভুলে গিয়েও দুঃখের আগুন ছড়াই ক্ষণে-ক্ষণে।
ভালো লাগার ভালোবাসা ভুলে দূর আকাশে উড়ে,
ধরতে গেলে সে যায় হারিয়ে আশে-পাশেই ঘুরে।
০৮/১১/২০১৭
১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।