ভালোবেসে নিঃস্ব হলাম
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ভালোবেসে নিঃস্ব হলাম, শতো আশা বুকে,
লক্ষ জীবন স্বপ্ন দেখে থাকবে না আর দুঃখে ।
তোমায় নিয়েই জীবন আমার তুমি জীবনের সম্ভল,
শূন্য জীবন পূর্ণ হবে তুমিই আমার শক্তি-বল ।
চলার পথে ঝড় বৃষ্টিতে এসো তুমি বেগে,
তোমার হাতে হাতটি ধরে এগিয়ে যাবো আগে।
তোমায় নিয়ে থাকবো বেঁচে অনাবিল এই সুখে,
হাসি খুশি আনন্দতে থাকবো না আর শোকে।

১৭ নভেম্বর ২০০০


১৯-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।