কেমন যাচ্ছে দিন প্রিয়তমা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কেমন যাচ্ছে দিন প্রিয়তমা
যাচ্ছে কি ভালো নাকি আধাঁর কালো,
কেমন আছো খুব সুখে
নাকি কাঁদো কারো দুঃখে।
কেমন যাচ্ছে দিন প্রিয়তমা
নিজের কি খেয়াল রাখো ঠিক,
নাকি কাজের চাপে
হারিয়েছো জীবনের দিক।
কেমন যাচ্ছে দিন প্রিয়তমা
বিবাহে তোমার শান্তি জমা,
একা থেকো না আর
বিবাহ করো গড়ে তুলো সুখের সংসার।
২১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।