কালের দড়িতে ঝোলে মন
- নাহিদ সরদার
প্রিয় মুখ গুলো ভেসে ওঠে
সময়ের খোঁয়াড়ে বন্দী হয়ে লিখি দূরত্বের আলাপ
বৃষ্টি ভেজা মাঠ পড়ে থাকে
ঘাসের গোড়ায় উজানের কৈ খেলা করে
বল নিয়ে ডাকেনা বন্ধুর দল
সেদিন আর ফেরে না- স্মৃতির পাতায় জমা থাকে।
হয়তো কোনো একদিন পরিচিত কোনো বন্ধুর ম্যাসেজ আসে
কতদিন দেখা হয়না কথা হয়না।
ভেঙে যেতে চায় ভেতরটা
কালের দড়িতে ঝোলে মন
এইতো আসছি!
২৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।