জন্ম থেকে কবর
- ফয়েজ উল্লাহ রবি ১৭-০৯-২০২৪
জ্ঞান দিতে নয় নিতেই মানুষ এইযে তোমার জন্ম,
জন্ম থেকে কবর সারা জীবন শেখার জন্য।
বিনা কাপড় ভবে এসে
এক কাপড়ে বিদায় শেষে,
মানবতায় গড়ে জীবন হয়ে যাও তো ধন্য।
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
উৎসগ-কবি অধম নূর ইসলাম মহোদয়'কে।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।